জয় দিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় এবং শেষ ম্যাচে মোহামেডান ৪-০ গোলের ব্যবধানে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। নির্ধারিত সময়ে তারা দলবদলে অংশগ্রহণ করেনি। লিগ শুরুর দিন পাঁচেক আগে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে মোহামেডান। 

খেলার প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। আজাদের মতো অনভিজ্ঞ একটি দলের বিপক্ষেও গোল পেতে ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্বস্তি ফেরে সাদা-কালো শিবিরে (১-০)। ৩৯ মিনিটে দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। খেলার ৪৩ মিনিটে রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০ তে।

এরপর খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টার গিয়ে আরও এক গোল হয় মোহামেডানের। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের শেষ গোলটি করেন ডিফেন্ডার মনোজ বাবু (৪-০)।

এর আগে দিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় প্রথম ম্যাচটি। বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৬-৪ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারায়। জয়ী দলের হয়ে ভারতীয় প্রিন্স কুমার ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেছেন। এছাড়া তাদের হয়ে রাকিব, দেবাশীষ রায় ও গুরপ্রীত সিং সমান একটি করে গোল করেন। ভিক্টোরিয়ার হয়ে গোল করেছেন আব্দুল আল আবিদ নাহিয়ান দুটি এবং মোহাম্মদ হাসান ও শহিদুল ইসলাম করেন একটি করে।

এজেড/এএইচএস