ফের মিরপুরে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’
দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে ক্রিকেটারদের হাঁটু গেড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সংহতি প্রকাশ /ছবি: বিসিবি
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ইস্যুতে বেশ সরব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তার সঙ্গে আগেই একাত্মতা জানিয়েছে বাংলাদেশও। ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শুরুর ওয়ানডেতে একযোগে হাঁটু গেড়ে প্রতিবাদে সামিল হন টাইগার ক্রিকেটাররা। দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার আবার মাঠে নেমেছে দুই দল। সেখানে ম্যাচ শুরুর আগে আবার হাঁটু গেড়ে সংহতি জানালেন ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
বর্ণবৈষম্য নতুন কোন ঘটনা নয়। বিশ্বজুড়ে যুগ যুগ ধরে সাদা-কালো চামড়ার ভেদাভেদ হয়ে আসছে। তবে অনেকেই এর বিপক্ষে অবস্থান নিলেও আখেরে লাভ তেমন হয়নি বললেই চলে। গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড ‘হত্যাকাণ্ড’ আরও বেশি প্রতিবাদী করে তুলেছে কৃষ্ণাঙ্গদের।
বিজ্ঞাপন
ফ্লয়েডকে প্রায় নয় মিনিট ধরে হাঁটুর নিচে চেপে রেখেছিল কয়েকজন শেতাঙ্গ পুলিশ। যার ফলে মৃত্যু হয় তার। এর কারণে একযোগে বর্ণবিদ্বেষের প্রতিবাদ শুরু করেছেন ক্রীড়া জগতের মানুষেরাও। এতে সরব উপস্থিতি উইন্ডিজ ক্রিকেট দলের। করোনা মহামারির পর তারা যেখানেই খেলতে গেছে, সেখানে মাঠে নামার আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে।
এর সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ দলও। ক্যারিবীয়দের বিপক্ষে শুরুর ওয়ানডেতে মাঠে নামার আগে একযোগে হাঁটু গেড়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরাও। শুক্রবার দ্বিতীয় ওয়ানডের শুরুটাও একইভাবে হলো। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা।
বিজ্ঞাপন
প্রথম বল মাঠে গড়ানোর আগে ব্যাটিং, ফিল্ডিং দলের পাশাপাশি ম্যাচ অফিশিয়ালরাও নিজ নিজ জায়গায় অবস্থান করে একযোগ হাঁটু গেড়ে প্রতিবাদ জানান। ১ মিনিট ধরে চলা এই প্রতিবাদের পর শুরু হয়ে দুই দলের মাঠের লড়াই।
টিআইএস/এটি