দেড়শর নিচে উইন্ডিজকে আটকে রাখল বাংলাদেশ
ছবি : বিসিবি
শুক্রবার দ্বিতীয় ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটিকে দুই ভাগে ভাগ করা যায়। রভম্যান পাওয়েল উইকেটে আসার আগে ও পরে। পাওয়েল যখন ব্যাট হাতে নামেন, তখন ৭১ রানে ৭ উইকেট হারিয়ে বসেছে উইন্ডিজ। এরপর শেষদিকের ব্যাটসম্যানদের নিয়ে প্রতিরোধ গড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। এতে আগের দিনের সংগ্রহ ছাড়িয়ে এদিন ১৪৮ রানের পুঁজি পায় ক্যারিবীয়রা।
ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে দুই দল বাংলাদেশ ও উইন্ডিজ। যেখানে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় স্বাগতিকরা, সেখানে সফরকারীদের লক্ষ্য ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরানো। এমন সমীকরণ নিয়ে টস জিতে আগে ব্যাটিং নেন ক্যারিবীয় দলপতি জেসন মোহাম্মদ। তবে তাদের সিদ্ধান্ত যে সঠিক ছিল না, শুরুতে সেটি প্রমাণ করে দেন বাংলাদেশি বোলাররা।
বিজ্ঞাপন
আগের দিন দলের হয়ে ওপেনিংয়ে নামলেও শুক্রবার সেই সুযোগ হারিয়েছেন জশুয়া ডি সিলভা। তার পরিবর্তে ইনিংস শুরু করতে আসেন সুনীল অ্যামব্রিস ও এই ম্যাচে দলে আসা কজর্ন অটলে। তবে সুবিধা করতে পারেননি তারা। নিখুঁত ইনসুইংয়ে ৫ রানে থাকা অ্যামব্রিসকে ফেরান মুস্তাফিজ। মিরাজের বলে তামিমকে ক্যাচ দিয়ে অটলে ফেরেন ২৪ রান করে।
অটলেকে আউট করার ৩ বল পরেই মিরাজের দ্বিতীয় শিকার হন ডি সিলভা। খাটো লেন্থের সোজাসুজি আসা বলটির লাইন হারান সিলভা। প্রথম ম্যাচের মতো একই ভুল করেন ম্যাকার্থি। একই জায়গায় ফেলে আগের ম্যাচের মতো তাকে সরাসরি বোল্ড করেন সাকিব। এদিন অর্জনের খাতায় মোটে ৩ রান তার। সুবিধা করতে পারেননি কাইল মায়ার্স, কোনো রান না করেই রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
বিজ্ঞাপন
৪১ রানে ৫ উইকেট হারানো উইন্ডিজ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। অধিনায়ক জেসন ১১ রানের মাথায় সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন। ২০ রানে থাকা এনক্রুমাহ বোনারের তুলে নিয়ে উইকেটের খাতা খোলেন পেসার হাসান মাহমুদ। দলীয় ৮৮ রানের সময় রায়মন রেইফারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের তৃতীয় উইকেট তুলে নেন মিরাজ।
এরপর আলজারি জোসেফ ও আকিল হোসেনকে নিয়ে চেষ্টা চালান রভম্যান পাওয়েল। নবম উইকেটে জোসেফের সঙ্গে গড়েন ৩২ রানের পার্টনারশিপ। শেষ উইকেটে আকিলের সঙ্গে ১৮ রানের জোট। পরে পাওয়েলের ৪১ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ১৪৮ রানের পুঁজি পায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মিরাজ। মুস্তাফিজ ও সাকিব নেন ২টি করে।
সংক্ষিপ্ত স্কোর-
উইন্ডিজ: ১৪৮/১০, ৪৩.৪ওভার (পাওয়েল৪১, অটলে ২৪, বোনার ২০; মিরাজ ৪/২৫, সাকিব ২/৩০, মুস্তাফিজ ২/১৫)
টিআইএস/এমএইচ/এটি