বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরেছে। হারের পরও বিচারকরা বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুরকে ম্যাচ সেরার স্বীকৃতি দিয়েছে। ম্যাচ সেরার ক্রেস্টের পাশাপাশি দেড়শ ডলার প্রাইজমানি পেয়েছেন বাংলাদেশের গোলরক্ষক। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বাংলাদেশ যে ভালো খেলেছে এরই প্রমাণ কুজুরের ম্যাচ সেরা হওয়া।

কুজুর বাংলাদেশের হকির পরিচিত নাম নয়। জাহিদ পরবর্তী সময়ে বাংলাদেশের হকির গোলরক্ষকদের মধ্যে পরিচিত ছিলেন অসীম গোপ ও নিপ্পন। অসীম গোপ চূড়ান্ত দলে বাদ পড়েছেন। নিপ্পন স্কোয়াডে থাকলেও মালয়েশিয়ান কোচ গোবীনাথাণ কুজুরের উপর ভরসা রেখেছেন। 

সেই ভরসা রাখতে পেরে সন্তুষ্ট এই গোলরক্ষক, ‘কোচ আমরা উপর আস্থা রেখেছেন। সেই আস্থার প্রতিদান দিতে পেরে ভালো লাগছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমার সিনিয়র পর্যায়ে অভিষেক। দ্বিতীয় ম্যাচে এসে ম্যাচ সেরা হলাম।’ 

বাংলাদেশ প্রথম ম্যাচে ০-৯ গোলে হেরেছে। সেই হারের পর দারুণ ঘুরে দাড়িয়েছে। প্রত্যাবর্তনের রহস্য বললেন ম্যাচ সেরা গোলরক্ষক, ‘কোচ আমাদের বলেছেন, একটা ম্যাচ খারাপ গেছে সমস্যা নাই। এটা হতেই পারে। কোরিয়া ম্যাচের আগে সবাইকে উজ্জীবিত করেছেন। প্রথম ম্যাচ খারাপ করার পর সবাই নেতিবাচকভাবে দেখছিল। এ ম্যাচের আগে আমরা সিরিয়াস ছিলাম। কোরিয়ার ভিডিও দেখেছি। তাদের কিভাবে আটকানো যায় তা নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। কোচ আমাদের বলেছেন, তোমাদের ওপর আমার বিশ্বাস আছে, তোমরা পারবে। রক্ষণের পাশাপাশি আক্রমণে ওঠার নির্দেশনা ছিল।’

কোরিয়া বিরুদ্ধে আগে গোল করা, ম্যাচ সেরার স্বীকৃতি পাওয়া পরবর্তী ম্যাচগুলোর জন্য পাথেয় বলে মনে করেন তিনি, ‘আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা করছি। প্রথম ম্যাচের আগে কেবল ভারতকে নিয়েই চিন্তা করেছি। পরের ম্যাচগুলো নিয়েও কোচ নিজের পরিকল্পনা দেবেন। সে মাফিক আমরা মাঠে খেলার চেষ্টা করবো।’

এজেড/এনইউ