রোমানদের ভুল পেয়েছেন কোচ
আরচ্যারি বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খেলা। রোমান সানা সরাসরি অলিম্পিকে নিজের নাম লিখিয়ে এই খেলার প্রতি দেশের ক্রীড়ামোদীদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন আরও। প্যারিসে অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশের রিকার্ভ আরচ্যারদের নিয়ে বড় আশা ছিল দেশবাসীর। রোমানের মতো আরেকটি চমক আসে কি না। শেষ পর্যন্ত কোনো চমক আসেনি, বাংলাদেশ রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টে শেষ আটেই কোয়ালিফাই করতে পারেনি।
বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক এই ফলাফলে সন্তুষ্ট হতে পারছেন না, ‘আমাদের আরও সামনে লক্ষ্য ছিল। প্রতিটি দলই অত্যন্ত শক্তিশালী। আমার ছেলেরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বীতা করেছে।’ সেরাটা দেওয়ার মধ্যেই খানিকটা ভুল খুঁজে পেয়েছেন রোমানদের কোচ, ‘ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ছয়টি তির ছোড়ার মধ্যে আমাদের দুইটি তির ছোড়ায় কম স্কোর হয়েছে। ওই দুটি তির ছোড়া আরও সঠিকভাবে হলে আমাদের স্কোরেও পরিবর্তন আসতো।’
বিজ্ঞাপন
বাংলাদেশ রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টে অলিম্পিকে উঠতে না পারলেও তার শিষ্যরা সঠিক পথেই রয়েছেন বলে মনে করেন মার্টিন, ‘আমার ছেলেরা আরচ্যারির সঠিক পথেই রয়েছে। তারা একদিন আরও অনেক ভালো করবে।’
আগামীকাল বাংলাদেশ সময় দুপুরে মহিলা দলগত রিকার্ভ ইভেন্ট শুরু হবে। দিয়া সিদ্দিকী গত মাসে সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আরচ্যারিতে মিশ্র বিভাগে রোমানের সঙ্গে রৌপ্য পদক জিতেছেন। এবার দলগত ইভেন্টে রিকার্ভ মহিলাতে কেমন করেন দিয়ারা সেটাই দেখার বিষয়।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন