ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে চলতি বছর ভিন্নভাবে পালন করা হয়েছে ঢাকা ম্যারাথনের আয়োজন করে। রোববার অনুষ্ঠিত এই ম্যারাথনে সর্বোচ্চ তিনটি বিভাগে জয়লাভ করেছেন কেনিয়ান রানাররা।

হাফ ম্যারাথনে আন্তর্জাতিক এলিট বিভাগে পুরুষ ও নারী দুই ক্ষেত্রেই বিজয়ীর হাসি হেসেছেন কেনিয়ান দৌড়বিদরা। ১.১৪.৪২ টাইমিং নিয়ে নারী বিভাগে প্রথম হয়েছেন নেওম জেবেত। পুরুষ বিভাগে ১.০৪.১১ টাইমিং নিয়ে এডউইন কিপরোত জয়লাভ করেছেন। 

কেনিয় আরেকটি সাফল্য এসেছে ফুল ম্যারাথন নারী বিভাগে। ২.২৯.০৪ টাইমিং নিয়ে প্রথম হয়েছেন অ্যাঞ্জেলা তানুই। ফুল ম্যারাথন আন্তর্জাতিক এলিট বিভাগে শেষ হাসি হেসেছেন মরোক্কান দৌড়বিদ হিসাম লাকুয়াহি, তার টাইমিং ছিল ২.১০.৪১। স্বদেশী আজিজ লাহবাবিকে ১০ সেকেন্ডের ব্যবধানে হারিয়েছেন তিনি।

হাফ ম্যারাথনে বাংলাদেশী নারীদের মধ্যে সেরা দৌড়বিদ হয়েছেন পাপিয়া খাতুন। তার টাইমিং ১.৪২.৩৬। একই বিভাগে পুরষদের সেরা হয়েছেন সোহেল রানা। পুরো দৌড় শেষ করেছেন ১.১৫.১৬। 

২.৪৪.১৫ টাইমিং নিয়ে ফুল ম্যারাথনে বাংলাদেশী পুরুষদের মধ্যে শ্রেষ্ঠত্বে মুকুট পরেছেন ফরিদ মিয়া। নারীদের সেরা হয়েছেন হামিদা জেবা। সময় নিয়েছেন ৪ ঘণ্টা ৩৭ মিনিট ৩৩ সেকেন্ড।

রোববার সকাল ছয়টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেলও।

এনইউ