টোকিও অলিম্পিকে বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অলিম্পিক লরেল সম্মাননা জানানো হয় তাকে। এই পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ইউনূস।

মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে অলিম্পিক লরেল পেয়েছেন ইউনূস। এই সম্মাননা পেয়ে নিজে অভিভূত বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে অনুভূতির কথা জানিয়েছেন এই বাংলাদেশি।

তিনি লিখেছেন, ‘অলিম্পিক লরেল পেয়ে আমি সম্মানিত ও অভিভূত। এটা খুব দুঃখজনক আপনাদের সঙ্গে টোকিওতে থাকতে পারিনি। আইওসি খেলার সামাজিক প্রসার বাড়ানোকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। আপনারা অ্যাথলেটরা পৃথিবী বদলানোর নেতৃত্ব দিতে পারেন।’ 

অ্যাথলেটদের প্রতি নিজের আহ্বান জানিয়ে ইউনূস বলেন, ‘পৃথিবীকে এইসব বিষয়ে শূন্যে নিয়ে আসতে পারেন আপনারা- শূন্য কার্বন নিঃসরণ, সম্পদ কেন্দ্রিভূত করে দারিদ্রতা বাড়ানো শূন্য করা এবং বেকারত্ব দূর করতে সবার মধ্যে উদ্যোক্তা হওয়ার শক্তি ছড়িয়ে দিয়ে সহায়তা করতে পারেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমি আশা করি, আইওসি খেলার মাধ্যমে পৃথিবীতে শান্তি বাড়ানো এবং পৃথিবী বদলে দেওয়ার মিশনে সফল হবে। আমি আপনাদের সবার প্রতিযোগিতায় ভালো করার জন্য শুভকামনা জানাই। সবাইকে ধন্যবাদ আমাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য, এটা আমার কাছে বিশেষ কিছু।’

এমএইচ