ছবি: সংগৃহীত

ফের ট্র্যাকের রাজা মোহাম্মদ ইসমাইল হোসেন। দ্রুততম মানবী হলেন শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে ১০০ মিটার স্প্রিন্টে পুরুষ বিভাগে সেরা ইসমাইল। নারী বিভাগে বাজিমাত শিরিনের।

শুক্রবার শুরু হওয়া বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই দেখেছে রেকর্ড। বাংলাদেশী নারী হাইজাম্পের ইতিহাসে রেকর্ড উচ্চতায় লাফিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রিতু আক্তার।

সর্বশেষ গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসেই নারী হাইজাম্পের রেকর্ড ১.৬৮ মিটার উচ্চতায় লাফিয়েছিলেন উম্মে হাফসা রুমকি। তাতে ভেঙে গিয়েছিল নারী হাইজাম্পের ১৫ বছরের পুরনো রেকর্ড, ২০০৪ সালে ১.৬৬ মিটার লাফিয়ে গড়েছিলেন সাথী পারভিন। সেই রুমকি শুক্রবারও লাফিয়েছিলেন অ্যাথলেটিকসের সেই রেকর্ড উচ্চতায়। তবে এবার ১.৬৮ মিটার উচ্চতায় লাফিয়ে হতে পারেননি প্রথম। ১.৭০ মিটার লাফিয়ে রেকর্ড গড়ে যে সে স্থানটা দখল করে নিয়েছিলেন রিতু! তার ও রুমকির চেয়ে অনেক পিছিয়ে তৃতীয় অবস্থানে আছেন জান্নাতুল, লাফিয়েছেন ১.৬০ মিটার। তিন অ্যাথলেটই সেনাবাহিনীর। 

উদ্বোধনী দিনে আরও পাঁচটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। নারী ১৫০০ মিটার স্প্রিন্ট ৫ মিনিট ৭.৬০ সেকেন্ডে শেষ করে প্রথম স্থান অধিকার করেছেন সুমি আক্তার, তার চেয়ে .৭০ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর অ্যাথলেট রিংকি বিশ্বাস। সুমির সেনাবাহিনী সতীর্থ পাপিয়া খাতুন ৫ মিনিট ১০.৫০ সেকেন্ড টাইমিং নিয়ে হয়েছেন তৃতীয়। 

১০০ মিটার পুরুষ এককে জিতে বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ইসমাইল হোসেন বনে গেছেন দেশসেরা মানব। সময় নিয়েছেন ১০.৫৫ সেকেন্ড। আর নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১১.৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন শিরিন আকতার।

পুরুষ ম্যারাথনে ০২:৪৪:১৫ সময় নিয়ে বিজয়ীর হাসি হেসেছেন ফরিদ মিয়া। এরপর ছেলেদের ১৫০০ মিটার দৌড়ে নৌবাহিনীর রাকিবুল ইসলাম ৪:২০:৮০ টাইমিং নিয়ে হয়েছেন দেশসেরা। এদিকে পুরুষ শটপুটে শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশ পুলিশের ইমতিয়াজ হোসেনে। পাড়ি দিয়েছেন ১৪.১৪ মিটার। 

এনইউ/এটি