আবারও এশিয়ান আরচ্যারির সহ-সভাপতি চপল
কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল/ফাইল ছবি
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল আবারও ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়া কংগ্রেসে ২৮ ভোটের সবক’টি পেয়ে পুনরায় এক নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চপল।
নির্বাহী কমিটি ছাড়াও বাংলাদেশের আরো পাঁচ জন কর্মকর্তা এশিয়ান আরচ্যারির পাঁচটি সাব কমিটিতে মনোনীত হয়েছেন। টেকনিক্যাল কমিটিতে রশিদুজ্জামান সেরনিয়াবাত, প্যারা আরচ্যারী কমিটিতে মো. আনিসুর রহমান, জাজেস কমিটিতে মো. ফারুক ঢালী, মেডিকেল কমিটিতে ডা. মো. এহছানুল করিম এবং জাস্টিস কমিটিতে মেম্বার হিসেবে মো. মাহফুজুর রহমান সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। কমিটিসমূহে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ৪ বছর দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
শুক্রবার রাজধানীর ‘শেরাটন ঢাকা’ হোটেলে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার সভাপতি এবং বিশ্বখ্যাত শিল্প গোষ্ঠী হুন্দাই গ্রুপের চেয়ারম্যান ইউসুং চুংয়ের উপস্থিতিতে কংগ্রেসে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার এক্সিকিউটিভ বোর্ড এবং বিভিন্ন সাব-কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কংগ্রেসে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব:) ‘তীর ২২তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপস-২০২১’ এর প্রোগ্রেসিভ রিপোর্ট উপস্থাপন করেন। কংগ্রেসে স্বাগতিক বাংলাদেশ সহ ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার ২০টি সদস্য দেশ থেকে ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এজেড/এনইউ