শহীদ আহসান উল্লাহ মাস্টার বিজয় দিবস আরচ্যারি টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দেশের শীর্ষ স্থানীয় ৯টি দল থেকে ৭৯ জন আরচ্যার অংশগ্রহণ করে। রিকার্ভ পুরুষ আরচ্যার ২৮ জন, রিকার্ভ মহিলা আরচ্যার ১৬ জন, কম্পাউন্ড পুরুষ আরচ্যার ২২ জন ও কম্পাউন্ড মহিলা আরচ্যার ১৩ জন। টুর্নামেন্ট রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক, রিকার্ভ মিশ্র দলগত এবং কম্পাউন্ড মিশ্র দলগত এই ৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে আব্দুর রহমান আলিফ (বিকেএসপি) ৬৬৪ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ১ম, মো: সাগর ইসলাম (বিকেএসপি) ৬৬৩ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ২য় এবং মো: ফয়সাল (বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব) ৬৫৯ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ৩য় হন। রিকার্ভ মহিলা একক ইভেন্টে নাসরিন আক্তার (বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব) ৬৪২ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ১ম, দিয়া সিদ্দিকী (বিকেএসপি) ৬৩৮ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ২য় এবং ফাহমিদা সুলতানা নিশা (বিকেএসপি) ৫৯৩ স্কোর করে ৩য় হন। 

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে মো: সোহেল রানা (বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব) ৬৯৫ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ১ম, হিমু বাছাড় (বিকেএসপি) ৬৯৩ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ২য় এবং মো: মিঠু রহমান (এএসপিটিএস আরচ্যারি ক্লাব) ৬৮৯ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ৩য় হন। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে রোকসানা আক্তার (বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব) ৬৮৩ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ১ম, শ্যামলী রায় (বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব) ৬৭২ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ২য় এবং বন্যা আক্তার (বাংলাদেশ আনসার) ৬৭১ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ৩য় হন। 

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপি (আব্দুর রহমান আলিফ ও দিয়া সিদ্দিকী) ১৩০২ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ১ম, বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব (মো: ফয়সাল ও নাসরিন আক্তার) ১৩০১ স্কোর করে ২য় এবং বাংলাদেশ আনসার (মো: শাকিব মোল্লা ও মোসা: নাজনীন আক্তার) ১২২২ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ৩য় হয়। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব (মো: সোহেল রানা ও রোকসানা আক্তার) ১৩৭৮ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ১ম, বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব (অসীম কুমার দাস ও শ্যামলী রায়) ১৩৫৬ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ২য় এবং বিকেএসপি (হিমু বাছাড় ও উম্মে হাবিবা অন্নায়া) ১৩৪৩ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে ৩য় হয়।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ফাইনালে আব্দুর রহমান আলিফ (বিকেএসপি) ৬-২ সেটে মো: ফয়সাল (বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় করেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে প্রদীপ্ত চাকমা (বিকেএসপি) ৬-২ সেটে মো: শাকিব মোল্লা (বাংলাদেশ আনসার) কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। রিকার্ভ মহিলা একক ইভেন্টে দিয়া সিদ্দিকী (বিকেএসপি) ৭-১ সেটে নাসরিন আক্তার (বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় করেন। 

ব্রোঞ্জ মেডেল ম্যাচে ফাহমিদা সুলাতানা নিশা (বিকেএসপি) ৬-০ সেটে উম্যা চিং মারমা (বিকেএসপি) কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব (মো: ফয়সাল ও নাসরিন আক্তার) ৬-২ সেটে বিকেএসপি (আব্দুর রহমান আলিফ ও দিয়া সিদ্দিকী) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় করে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশ আনসার (মো: শাকিব মোল্লা ও মোসা: নাজনীন আক্তার) ৫-১ সেটে বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব (মোহাম্মদ তামিমুল ইসলাম ও বিউটি রায়) কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে ফাইনালে হিমু বাছাড় (বিকেএসপি) ১৪৪-১৪৩ স্কোরে মো: সোহেল রানা (বাংলাদেশ সেনাবাহিনী আরচ্যারি ক্লাব) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় করেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে মো: মিঠু রহমান (বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব) ১৪২-১৪১ স্কোরে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে রোকসানা আক্তার (বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব) ১৪১-১৩৭ স্কোরে বন্যা আক্তার (বাংলাদেশ আনসার) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় করেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে সুমা বিশ্বাস (বাংলাদেশ আনসার) ১৪১-১৩৭ স্কোরে রিতু আক্তার (এএসপিটিএস) কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। 

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশ আর্মি আরচ্যারি ক্লাব (মো: সোহেল রানা ও রোকসানা আক্তার) ১৫১-১৪৭ স্কোরে বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব (অসীম কুমার দাস ও শ্যামলী রায়) কে পরাজিত করে গোল্ড মেডেল অর্জন করে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে এএসপিটিএস আরচ্যারি ক্লাব ১৫১-১৪২ স্কোরে বাংলাদেশ আনসার (শাহ আলমগীর হোসেন ও বন্যা আক্তার) কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এম.পি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জনাব রশিদুজ্জামান সেরনিয়াবাত এবং সদস্য-সচিব জনাব মো: ফারুক ঢালী। এছাড়াও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের কোষাধ্যক্ষ জনাব মো: আনিসুর রহমান, নির্বাহী সদস্য, দলীয় কর্মকর্তা  এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা এসময় উপস্থিত ছিলেন।

এজেড/এমএইচ