নোভাক জোকোভিচ

তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলেছিলেন তলপেটে তীব্র ব্যথাকে উপেক্ষা করে। তখন নোভাক জোকোভিচ জানিয়েছিলেন গ্র্যান্ডস্ল্যাম না হলে টুর্নামেন্টে আর খেলতেন না। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মতো কোনো রকম ব্যথা ছাড়াই সেমিফাইনালে আসলান কারাতসেভের বিপক্ষে কোর্টে নেমেছিলেন এই সার্বিয়ান তারকা। 

কারাতসেভকে সহজেই হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন জোকোভিচ। তিনি জিতেছেন ৬-৩, ৬-৪, ৬-২ সেটে। এবারও রড লেভার এরিনায় ট্রফি নিলে জোকোভিচ জিতবেন নবম অস্ট্রেলীয় ওপেন খেতাব। 

বৃহস্পতিবার মেলবোর্ন পার্কে ৩০টি উইনার আর ১৭টি ‘এস’ মেরে আনন্দিত জোকোভিচ বলেন, ‘এই বারের টুর্নামেন্টে আজই সেরা খেলাটা খেললাম। শরীরে কোথাও একটুও ব্যথা ছিল না।’

অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ফাইনালের প্রতিপক্ষ সম্পর্কে জানতে চাইলে জোকোভিচ মজার ছলে বলেন, ‘সঙ্গে পপকর্ন নিয়ে ম্যাচটা উপভোগ করতে চাই। আমার কোনও পছন্দ নেই। তবে স্টেফানোস নিশ্চয়ই দুরন্ত টেনিস খেলছে। না হলে কী করে এত ভালো ছন্দে থাকা রাফাকে (নাদাল) হারাবে? মেদভেদেভও কম যাচ্ছে না। শেষ তিন মাস ও সত্যিই অসাধারণ খেলছে।’

চোট থাকায় এবার ম্যাচের আগের দিন কোনও অনুশীলন করছেন না নোভাক। তবে ফাইনালের আগে তার ব্যতিক্রম হতে পারে বলে জানান তিনি, ‘হয়তো শনিবার আমি কোর্টে নামব। অনুশীলন করার ইচ্ছে আছে। তবে পুরো সুস্থ থাকাটাই এখন আমার একমাত্র কাজ। আজকের ম্যাচটা খেলে মনে হল আর কোনও সমস্যা নেই। ভালো খেলছি আবার।’

এমএইচ/এটি