তৌহিদুল হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি আইএইচআরসির

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি), বাংলাদেশ চ্যাপ্টার।
শনিবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু ও নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু।
বিবৃতিতে নেতারা বলেন, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে যৌথবাহিনী তৌহিদুল ইসলামকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে বলে দাবি করেছে পরিবার।
আরও পড়ুন
পরিবারের দাবি, তৌহিদুল ইসলামকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এ বিষয়কে খুবই স্পর্শকাতর এবং উদ্বেগজনক বলে মনে করে। কারণ এভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের লঙ্ঘন। আমরা মনে করি, এ বিষয়ে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।
এ ঘটনায় সেনাবাহিনী, সরকার, পুলিশের যৌথ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সঠিক তথ্য তুলে এনে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি), বাংলাদেশ চ্যাপ্টার।
এনএম/এসএসএইচ