আজকের জোকস : ২০ অক্টোবর, ২০২২
কৃপণের কলা কেনা
রাজা মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে-
রাজা মিয়া: কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
রাজা মিয়া: দুই টাকায় দেবে কি না বল?
বিক্রেতা: বলেন কী! কলার ছোকলার দামই তো দুই টাকা।
রাজা মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!
বিজ্ঞাপন
***
ধুতিটা খুলে দিয়ে যান!
ভিড়ের মধ্যে সাইকেলের সঙ্গে লেগে মহেশের ধুতি ছিঁড়ে গেল! মহেশ সঙ্গে সঙ্গে সাইকেলওয়ালাকে সাইকেল থেকে নামিয়ে বললেন—
মহেশ: যাচ্ছেন কোথায়? আমার ধুতির দাম দিয়ে যান!
সাইকেলওয়ালা: ধুতির দাম কত?
মহেশ: ২০০ টাকা। সাইকেলওয়ালা ভালো মানুষের মতো পকেট থেকে দুশ টাকা বের করে দিলেন! এবার মহেশ খুশিমনে দুশ টাকা পকেটে পুরে যেই রওনা হবেন, সাইকেলওয়ালা তার হাত চেপে ধরে বললেন—
সাইকেলওয়ালা: যাচ্ছেন কোথায়? আগে আমার ধুতি খুলে দিয়ে যান! ধুতির দাম দিয়ে দিয়েছি, এখন এই ধুতি আমার।
বিজ্ঞাপন
****
শান্তি জিনিসটা আসলে কী ?
নান্টু: দোস্ত, জীবনে শান্তি জিনিসটা আসলে কী, বল তো?
বল্টু: বলতে পারছি না রে, দোস্ত।
নান্টু: কেন!
বল্টু: অল্প বয়সেই বিয়ে করে ফেলেছিলাম তো