বাস্তবতা ও বিভ্রান্তির সংজ্ঞা
এক স্কুলে একজন রগচটা শিক্ষক ছিলেন। ছাত্ররা তাকে মোটেও পছন্দ করতো না। একদিন—
শিক্ষক: বাস্তবতা এবং বিভ্রান্তির ব্যাখ্যা দাও রফিক, জলদি!
রফিক: স্যার, আপনি আমাদের পড়াচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা।
শিক্ষক: আর বিভ্রান্তি কোনটা?
রফিক: আর যদি আপনি মনে করে থাকেন যে, আপনার পড়ানো আমরা বুঝতেছি, তবে এটা বিভ্রান্তি!

***
গৃহকর্তা লজ্জিত
এক বাড়িতে চোর ঢুকলো। ঘরের ভেতরে তন্ন তন্ন করে খোঁজার পরও কিছুই পেল না। চোরটি আফসোস করতে করতে ঘর থেকে বের হওয়ার সময় দেখতে পেল এক লোক দরজার আড়ালে মুখ লুকিয়ে আছে—
চোর: কে আপনি?
লোক: আমি বাড়িওয়ালা।
চোর: দরজার আড়ালে মুখ লুকাচ্ছেন কেন?
লোক: চুরি করতে এসে এতো খোঁজার পরও কিছুই পেলেন না। তাই লজ্জায় আপনাকে মুখ দেখাতে পারছি না।

****

লাকি নাম্বার
পাঁচ হচ্ছে শাহেদের লাকি নাম্বার। তার জীবনে পাঁচের একটি বিশেষ প্রভাব আছে। সে জন্য রেসে পাঁচ নম্বর ঘোড়াটির ওপর বাজি ধরেছিলেন। রেস শেষে তার বন্ধু জানতে চাইলেন—
বন্ধু: নিশ্চয়ই তোমার ঘোড়াটা দৌড়ে জিতেছে?
শাহেদ: না, সেটা পঞ্চম স্থানে এসেছে।