লোক দেখানো ঝগড়া
শফিক ও রিয়া দুজনের ছোট্ট সংসার। এর মাঝে একদিন উটকো এক অতিথির আগমন। দিন গড়িয়ে সপ্তাহ পেরোয়, অতিথির আর যাওয়ার নামগন্ধ নেই। বিরক্ত হয়ে একদিন লোকটাকে তাড়ানোর ফন্দি আঁটল দুজন।

পরদিন সকাল না হতেই তুমুল ঝগড়া শুরু করলো শফিক-রিয়া। ঝগড়া একসময় হাতাহাতির পর্যায়ে চলে গেলো। অবস্থা বেগতিক দেখে চুপচাপ বাক্স-পেটরা নিয়ে বেরিয়ে পড়ল অতিথি।
অতিথি বেরিয়ে গেলে ঝগড়া থামাল দুজন। শফিক এবার রিয়াকে বলছে—
শফিক: ওগো, বেশি লেগেছে তোমার?
রিয়া: আরে নাহ! আমি তো লোক দেখানো কাঁদছিলাম!
অতিথি: আমিও তো লোক দেখানো গিয়েছিলাম!

***
ফাঁকিবাজ ছাত্র ও শিক্ষক
শ্রেণির সবচেয়ে ফাঁকিবাজ ছাত্রকে বাগে পেয়ে শিক্ষক—
শিক্ষক: লাল্টু, দেশে মৃত্যুর হার কত? জলদি বল।
লাল্টু: শতভাগ স্যার।
শিক্ষক: গর্দভ! এটা কী করে সম্ভব! তাহলে তো।
লাল্টু: অসম্ভব কিছুই না স্যার। যে একবার জন্মায়, মরতে তার হইবোই। নো চান্স!

****

হোটেলের মানেজার হলে যে সুবিধা
অনেক দিন ধরে দুপুর বেলা একই রেস্টুরেন্টে খাবার খায় রফিক সাহেব। আজ খেয়ে খুবই তৃপ্তি পেলেন। তাই ওয়েটারকে ডেকে বললেন—
রফিক: এই প্রথম তোমাদের রেস্টুরেন্টে ভালো মানের খাবার পেলাম।
ওয়েটার: বলেন কি স্যার?
রফিক: হ্যাঁ, তা-ই তো। আজ খাবারটা খুবই টেস্টি ছিল।
ওয়েটার: হায় হায়! মনে হয় ভুল করে ম্যানেজার স্যারের লাঞ্চটা দিয়ে দিয়েছি!