ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোর মাঝামাঝি একটি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝামাঝি পাহাড়ে আগুন লাগে। খবর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কারা পাহাড়ে আগুন দিয়েছে তা জানা যায়নি। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত অংশ নির্মাণের কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক জানান, পাহাড়ের ওপর থেকে হঠাৎ করে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাহাড়টির বেশ কিছু গাছ পুড়ে যায়। এ সময় শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিকেল ৫টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের চুয়াড়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চুয়াড়া ফায়ার সার্ভিসের স্টেশনের টিম লিডার মো. বিল্লাল হোসেন বলেন, আগুনে একটি পাহাড়ের ওপরের অংশের অনেকটুকু পুড়ে গেছে। আমাদের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কেন বা কীভাবে পাহাড়ে আগুন লেগেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, কে আগুন লাগিয়েছে সেটি বলতে পারব না। তবে আমি দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেছি।

আরএআর