রাবি ভর্তি পরীক্ষা: চূড়ান্ত আবেদন শুরু আজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। প্রাথমিক আবেদনের ফল প্রকাশ হওয়ার পর সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাবিতে আগামী ১৪ জুন ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রাথমিক আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচন করা হয়েছে। তবে একই জিপিএ প্রাপ্ত একাধিক প্রার্থীর ক্ষেত্রে তাদের উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর বিবেচনায় নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
চূড়ান্ত আবেদন করার ক্ষেত্রে ‘এ’ ইউনিটে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে ‘বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৫, মানবিক বিভাগের ৪.৪৩ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ৪.৯২।
‘বি’ ইউনিটের আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ-৫, মানবিক বিভাগের ৪.৫০ এবং প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী পাওয়া না যাওয়াতে বাণিজ্য শাখায় প্রাথমিক আবেদনকারীর সবাই চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
‘সি’ ইউনিটে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ-৫, মানবিক বিভাগের জিপিএ-৫ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জিপিএ-৪.৯২ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয় আইটি সেল থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।
প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ২৭ মার্চ (শনিবার) বিকেল ৩টা পর্যন্ত। চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত প্রথম ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করতে পারবে। এই সময়ের মধ্যে নির্ধারিত সংখ্যক ভর্তিচ্ছু আবেদন না করলে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে। এটা ২৭ মার্চ (শনিবার) রাত ৮টা থেকে শুরু হয়ে চলবে ২৯ মার্চ (সোমবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত। তৃতীয় বা শেষ পর্যায়ে আবেদন শুরু হবে ২৯ মার্চ (সোমবার) রাত ১০টা থেকে চলবে ৩১ মার্চ (বুধবার) রাত ১২টা পর্যন্ত।
এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৪১৯১টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ২০১৯টি। এতে থাকা বিভাগগুলো হলো কলা, আইন, সমাজ বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ ইউনিটে আসন ১৬১২টি। এর অন্তর্ভুক্ত থাকবে ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। আর ‘সি’ ইউনিটে মোট আসন ৫৬০টি।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন করার জন্য সার্ভিস চার্জসহ ফি নির্ধারণ করা হয়েছে ১১০০ টাকা। এমসিকিউ বা বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রতি ৫টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর হবে ৪০।
এসপি