জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধি করা হচ্ছে না। এ ছাড়া থাকছে না সিলেকশন পদ্ধতি। গত বছরের নিয়মেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভা ছিল। সভায় ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় আমরা গত বছরের নিয়ম বহাল রেখেছি। প্রাথমিক রেজাল্টের ভিত্তিতে যারা আবেদন করতে পারবে তারা সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি করা হচ্ছে না। তবে আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের জিপিএ গত বছরের থেকে কিছুটা বেশি চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২০ জুন এবং চলবে ৩১ জুলাই পর্যন্ত। এ ছাড়া করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।

এর আগে গত ২৯ এপ্রিল ভর্তি প্রক্রিয়ার ফরমের মূল্য বৃদ্ধি ও দুই ধাপে বাছাই প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই ধাপে বাছাই করার মাধ্যমে প্রতি ইউনিটে নির্দিষ্ট সংখ্যক ভর্তিচ্ছুকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার কথা বলে তারা।

এরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ নিয়মের প্রতিবাদ জানান। পরবর্তীতে এ সিদ্ধান্ত আবারো বিবেচনা করা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার ভিত্তিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এসপি