নিখোঁজ শিক্ষার্থী এসএম আবরার লাবিব

দুই দিন ধরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এসএম আবরার লাবিব। উল্টো তাকে উদ্ধার করা হয়েছে মর্মে পুলিশের উপপরিদর্শক (এস‌আই) পরিচয় দিয়ে চবি প্রশাসন ও নিখোঁজ ব্যক্তির পরিবারে কল করেছে অজ্ঞাত এক প্রতারক চক্র। 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা একটার দিকে নিজেকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস‌আই জসিম উদ্দিন পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াকে কল দেন এক ব্যক্তি। তিনি লাবিবকে উদ্ধার করার খবর নিশ্চিত করেন তাকে। পরে লাবিবের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, এ রকম কাউকে উদ্ধার করেননি রেলওয়ে থানা ও নরসিংদী জেলা পুলিশ।

নরসিংদী থেকে এস‌আই পরিচয় দেওয়া ব্যক্তিটি ভুয়া। সেখানে জসিম উদ্দিন নামে কোনো এস‌আই নেই। কাউকে উদ্ধার কিংবা হাসপাতালে ভর্তিরও কোনো ঘটনা নরসিংদীতে ঘটেনি। লাবিবকে উদ্ধার করতে আমাদের পদক্ষেপ অব্যাহত আছে। এটা তদন্তাধীন বিষয়। এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

মোহাম্মদ মাসুদ রানা, পরিদর্শক (তদন্ত), ডবলমুরিং থানা

এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া ঢাকা পোস্টকে বলেন, নিজেকে এস‌আই পরিচয় দিয়ে আমাকে একজন কল দেন। তিনি জানান যে ভোর সাড়ে চারটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের একটি সিগন্যালের কাছ থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় লাবিবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে পত্রিকায় নিখোঁজ চবি শিক্ষার্থীর ছবি দেখে সাংবাদিকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাকে লাবিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই।

এ বিষয়ে লাবিবের ফুফাতো ভাই শোয়েব আরমান বলেন, এস‌আই জসিম পরিচয়ে আমাদের সঙ্গে একজন যোগাযোগ করেন। কিন্তু পরীক্ষা করে দেখেছি তা ভুয়া। পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। আর লাবিবের এখনো কোনো খোঁজ মেলেনি।

এসআই পরিচয় দেওয়া জসিম উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি বলেন, ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। এখন তাকে নিয়ে ব্যস্ত আছি। এই মুহূর্তে কথা বলা সম্ভব নয়।

লাবিবকে উদ্ধারের বিষয়টি একটি প্রতারণা, এমনটা নিশ্চিত করে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ রানা বলেন, নরসিংদী থেকে এস‌আই পরিচয় দেওয়া ব্যক্তিটি ভুয়া। সেখানে জসিম উদ্দিন নামে কোনো এস‌আই নেই। কাউকে উদ্ধার কিংবা হাসপাতালে ভর্তিরও কোনো ঘটনা নরসিংদীতে ঘটেনি। লাবিবকে উদ্ধার করতে আমাদের পদক্ষেপ অব্যাহত আছে। এটা তদন্তাধীন বিষয়। এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব। পরদিন ডবলমুরিং থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

এনএ