রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২০ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর। এর আগে হল খুলে দেওয়া হবে ১৭ অক্টোবর। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বৈঠকে সভাপতিত্ব করেন। এতে শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৫৪তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো ১৭ অক্টোবর থেকে হলগুলো খুলে দেওয়া হবে, ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস করা হবে। এছাড়া শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো।
মেশকাত মিশু/এমএসআর
বিজ্ঞাপন