মার্চের প্রথম সপ্তাহে খুলছে ঢাবির হল
মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আংশিকভাবে খোলার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, সভার অন্যতম এজেন্ডা ছিল হল খোলার বিষয়ে আলোচনা। অনার্স ও মাস্টার্সের পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে আমরা মার্চের প্রথম সপ্তাহে সীমিত পরিসরে হল খোলার সিদ্ধান্ত নিয়েছি। শুধুমাত্র যারা হলের নিয়মিত শিক্ষার্থী ও পরীক্ষার্থী তাদের জন্য হল খোলা হতে পারে। কে কখন হলে উঠবে সেটি পরীক্ষার রুটিনের সাথে সামঞ্জস্য করা হবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, করোনা সংকটের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও হলগুলো বন্ধ রয়েছে। গত মাসে হলবন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খেলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্বান্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও আবাসিক হল কখন খুলছে সে প্রশ্নটি জোড়ালো হয়।
বিজ্ঞাপন
ওএফ