পুলিশের পোশাক পরে টাকা তুলতেন তিনি
গ্রেপ্তার মোকসেদ আলী
ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ী এলাকার মানিক মিয়ার ছেলে মোকসেদ আলী (২৫)। নিজেকে পরিচয় দিতেন পুলিশ কর্মকর্তা। ভুয়া পুলিশ পোশাক বানিয়ে রীতিমতো দাপিয়ে বেড়াতেন।
সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং ইজিবাইক ও সিএনজি চালকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করাই ছিল তার কাজ। তবে শেষ রক্ষা হয়নি তার। র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মোকসেদ।
বিজ্ঞাপন
সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১৪। রোববার (০৭ ফেব্রুয়ারি) নগরীর পাটগুদাম সেতু মোড়স্থ জয়বাংলা চত্বরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জানতে পারে, একজন ভুয়া পুলিশ সদস্য রাস্তায় যানবাহন ও বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা আদায়ের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে জয়বাংলা চত্বরের সামনে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোকসেদকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, প্যান্ট, দুটি ক্যাপ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাপ, বাঁশি, চাবির রিং, ট্রাফিক পুলিশের মোটরসাইকেলের একটি অ্যালার্ম, পুলিশের জুতা, মোটরসাইকেল ও নগদ দুই হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোকসেদকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব-১৪-এর উপ-অধিনায়ক মেজর ফজলে রাব্বি বলেন, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় পুলিশের পোশাক পরে আবার কখনো সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদা নিতেন মোকসেদ আলী।
পাশাপাশি ইজিবাইক ও সিএনজি চালকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিতেন। জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে আটক করে পুলিশ পরিচয়ে প্রতারণামূলকভাবে টাকা আত্মসাৎ ও অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন মোকসেদ আলী। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।
মোকসেদ আলী বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪-এর উপ-অধিনায়ক মেজর ফজলে রাব্বি।
উবায়দুল হক/এএম