রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন স্বজনরা

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন স্বজনরা। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জরুরি বিভাগে দুই ঘণ্টা চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা যায়, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল মিয়ার ছেলে আলভী এলাহী (১০) বুধবার আখাউড়া উপজেলার টানমান্দাইলে একটি চেহলাম অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু জরুরি বিভাগে ভর্তি না করে আলভীকে সার্জারি বিভাগে ভর্তি করেন চিকিৎসক। 

কিছুক্ষণ পর আলভী মারা যায়। আলভীর স্বজনরা চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে জরুরি বিভাগে হামলা চালান। তারা জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষের কাচ ভেঙে ফেলেন।

জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুছা চৌধুরী বলেন, রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এলে স্বজনদের জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে। কিন্তু তখন রোগীর অভিভাবক উপস্থিত না থাকায় চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে পাঠানো হয়। সেখানে রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় স্বজনরা আমাদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুর চালান।

স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগে নিয়ে আসার পর আলভীকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। দীর্ঘ সময় তাকে ফেলে রাখা হয়। চিকিৎসা অবহেলায় তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, হাসপাতালে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজিজুল সঞ্চয়/এএম