শ্বশুর বাবুল মিয়া ও জামাই হুমায়ূন কবির

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনে এবার আকর্ষণ ছিল জামাই-শ্বশুরের লড়াই। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে জামাই হুমায়ূন কবির পানির বোতল ও শ্বশুর বাবুল মিয়া পাঞ্জাবি প্রতীকে লড়েছেন।

ফলে ভোটারদের আগ্রহের কেন্দ্রে ছিলেন জামাই-শ্বশুর। তবে শেষ পর্যন্ত শ্বশুরের কাছে হার মানতে হয়েছে জামাইকে। ভোটে মেয়ে লিজা আক্তারের জামাই হুমায়ূনকে হারিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শ্বশুর বাবুল।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবগ্রাম পাইলট মডেল উচ্চল বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামাল আহাম্মদ খান শ্বশুরের জয়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। 

কামাল আহাম্মদ খান বলেন, বাবুল মিয়া এক হাজার ৪৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর জামাই হুমায়ূন মিয়া পেয়েছেন ৮৪৭ ভোট। এই ওয়ার্ডে আরেক কাউন্সিলর প্রার্থী মো. দেওয়ান সাদ্দাম উট পাখি প্রতীকে মাত্র ৬৮ ভোট পেয়েছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর বাবুল মিয়া তার মেয়ের জামাই হুমায়ূনকে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু হুমায়ূন তার শ্বশুরের কথা না শুনে ভোটে দাঁড়ান। ‘বাবার ওসিয়ত’ তাই নির্বাচন করবেন বলে জামাই ঘোষণা দেন। উল্টো শ্বশুরকে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান।

ভোটে বিজয়ী হয়ে বাবুল মিয়া বলেন, আমি আমার মেয়ের জামাইকে কলিজার টুকরা মনে করি, এখনও করব। আর আমার মেয়ে আমাদের কাউকেই ভোট দেয়নি।

আজিজুল সঞ্চয়/এএম