কবরের মাটি খুঁড়তে দেখে বিপন্ন প্রাণীকে পিটিয়ে হত্যা
নাসিরনগর উপজেলায় বিপন্ন প্রাণী গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা
লাশখেকো ভেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিপন্ন প্রাণী গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, চিতনা গ্রামের কবরস্থানে গন্ধগোকুলটিকে কবরের মাটি খুঁড়তে দেখে স্থানীয়রা মনে করেন- লাশ খেয়ে ফেলার জন্য কবর খুঁড়ছে। ফলে স্থানীয়রা প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে। এরপর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
বিজ্ঞাপন
নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, পিটিয়ে মারা প্রাণীটি গন্ধগোকুল। এটি লাশখেকো নয়। প্রাণীটি এখন বিলুপ্তের পথে। ফলমূল ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে প্রাণীটি। গন্ধগোকুল সাধারণ পাঁচ থেকে আট ফুট পর্যন্ত লম্বা হয়।
নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, লাশখেকো মনে করে স্থানীয়রা বিলুপ্ত প্রজাতির প্রাণী গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করেছে। বিলুপ্ত এসব প্রাণীকে সংরক্ষণ করা দরকার। আগে জানতে পারলে আমরা প্রাণীটিকে জীবিত উদ্ধারের চেষ্টা করতাম।
বিজ্ঞাপন
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী বলেন, বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলকে পিটিয়ে মারার ঘটনাটি খুবই দুঃখজনক। দেশের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বিলুপ্ত এসব প্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে।
আজিজুল সঞ্চয়/এএম