পিরোজপুরেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট

পিরোজপুরেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টাউন ক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন। 

পরে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ আবু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম শিকদার, পৌর কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার, পৌর কাউন্সিলর মুহা. নজরুল ইসলাম শিকদার, পিরোজপুর সদর থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল, পৌর কাউন্সিলর মমতাজ বেগম, আসক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় চেয়ারম্যান নুরুল্লাহ আল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার ও জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ। এ সময় স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার বলেন, ঢাকা পোস্টের সফলতা কামনা করছি। একই সঙ্গে সংবাদমাধ্যমটি গণমানুষের কথা বলবে, এই প্রত্যাশা রাখি।

পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম শিকদার বলেন, আমরা এখন অনলাইন সংবাদপত্র পড়ি। কারণ এখন অনলাইনের যুগ। কাজেই অনলাইন হবে পাঠকের সেরা সংবাদমাধ্যম।

ঢাকা পোস্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন বক্তারা

জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ আবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। আগে সংবাদ পাওয়ার ক্ষেত্রে এখন অনলাইনই আমাদের ভরসা। তবে অনলাইনের সব সংবাদের সত্যতা থাকতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে যেন সংবাদমাধ্যম আটকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, একজন সংবাদকর্মীর প্রধান কাজ বস্তুনিষ্ঠ সংবাদ দেওয়া। সরকারের খারাপ দিকগুলো তুলে ধরার পাশাপাশি উন্নয়নগুলোও তুলে ধরা সংবাদমাধ্যমের কাজ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রিন্ট পত্রিকার সংবাদ আমরা একদিন পর পাই। কিন্তু অনলাইনের সংবাদ আমরা সঙ্গে সঙ্গেই পাই। তবে অনলাইন মাধ্যমকে সংবাদের ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। ইতিবাচক সাংবাদিকতার পাশাপাশি উন্নয়ন সাংবাদিকতার চর্চা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে অংশীদার হবে ঢাকা পোস্ট, এটি আমার প্রত্যাশা।

মো. আবীর হাসান/এএম