মাদারীপুরে বাসের ধাক্কায় খাদে পিকআপ

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে থামিয়ে রাখা দুইটি পিকআপের পেছনে লোকাল বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। এ সময় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেলে (২০ নভেম্বর) মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত নপ্তি (১৭) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নিজ বাজিতপুর এলাকার বাদশা নপ্তির ছেলে। আহত সাগর একই গ্রামের শাহজাহান নপ্তির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে বালু ভরাট করা ফাঁকা জায়গায় একটি পিকআপে সমস্যা দেখা দেয়ায় থামিয়ে মেরামত করছিল চালক সাগর এবং সৈকত নামের পথচারী দাঁড়িয়ে সেটা দেখছিল। পেছনে অন্য একটি পিকআপও রাখা ছিল।

এ সময় টেকেরহাট থেকে আসা মাদারীপুরগামী শুভযাত্রা নামের একটি যাত্রীবাহী লোকাল বাস  ধাক্কা দিলে পূর্বে থামিয়ে থাকা পিকআপটি খালে পড়ে যায়। এ ঘটনায় পিকআপ মেরামত করতে থাকা চালককে আহত অবস্থায় প্রথমে রাজৈর হাসপাতালে নেয়া হয়। 

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর হাসপাতালে প্রেরণ করেন। পথচারী সৈকতকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামরুল ইসলাম মিয়া  ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি আহতের একজন সদর হাসপাতালে মারা গেছে।

এমএসআর