বিএনপির বরিশাল বিভাগীয় সম্মেলনে বসা নিয়ে চেয়ার ছোড়াছুড়ি

বিএনপির বরিশাল বিভাগীয় সম্মেলনে বসা নিয়ে চেয়ার ছোড়াছুড়ির জের ধরে এক ছাত্রদল কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কলেজ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ওই ছাত্রদল কর্মীর নাম শাহাজাদা মোল্লা (৩০)। তিনি মহানগর ছাত্রদলের সহ-সভাপতি পদ প্রত্যাশী। ঘটনার পর তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন,
জিলা স্কুলমাঠে সমাবেশ শেষ করে সন্ধ্যার পরে নিজ এলাকায় বাসার পাশেই একটি চায়ের দোকানে বসেছিল শাহজাদা। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কামরুল, টিপু ও কাদের এসে হামলা চালায়। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে শাহজাদার দুই হাতেই গুরুতর জখম হয়েছে।  পরে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, ছয় সিটি করপোরেশনে ক্ষমতাসীন দলের ভোট কারচুপির প্রতিবাদে বৃহস্পতিবার বরিশাল জিলা স্কুল মাঠে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে লিপ্ত হয় মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হমুায়ূন কবিরের অনুসারীরা।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর