সিলেটে সৎ মা-বোনকে কুপিয়ে হত্যা
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মা-মেয়ের মরদেহ
সিলেটে এক যুবকের বিরুদ্ধে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার রুবিয়া বেগম (৩০) ও তার মেয়ে মাহা (৯)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)। ঘটনার পর পুলিশ অভিযুক্ত যুবক আবাদ হোসেনকে আটক করেছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা ও ভাই-বোনকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সৎ মা ও বোন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সৎ ভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, সৎ মা ও বোনকে হত্যার অপরাধে এক যুবককে আটক করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
তুহিন/আরএআর