আশুলিয়ায় হেরোইনসহ গ্রেফতার ২
গ্রেফতার কালাম ও হামিদ
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কলতাসুতি এলাকার জ্যোতি সিএনজি পাম্পের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রংপুরের পীরগঞ্জ থানার একবারপুর গ্রামের কুরবান আলীর ছেলে কালাম (২৪) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার ফরিদপুর ইউনিয়নের চিকনি গ্রামের মৃত শাহ নূরের ছেলে আব্দুল হামিদ (৩২)।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। সন্দেহ হলে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৭০০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বলেন, গ্রেফতার দুইজন বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কলতাসুতি ও এর আশপাশের এলাকা সরবরাহ করতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
এসপি