পদ্মা সেতুতে রেলপথ স্থাপন কাজের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জজিরা পর্যন্ত পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন শেষে এ অনুমতি দেওয়া হয়।

দ্বিতল পদ্মা সেতুর ওপরে সড়ক পথের কাজ শেষে গত ২৫ জুন উদ্বোধন করা হয়। এখনো বাকি নিচ তলার রেলপথের কাজ। সড়কপথের কাজ শেষে ২৬ জুন থেকে পদ্মা সেতু দিয়ে চলছে গাড়ি। এবার রেলপথ স্থাপনের কাজ শুরু করতে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। সেতুতে রেল কর্তৃপক্ষকে রেলের কাজ করতে অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের ঢাকা পোস্টকে বলেন, পদ্মা সেতু কর্তৃপক্ষ
পদ্মা সেতু রেলিং প্রজেক্টকে কাজের অনুমতি দিয়েছে। পদ্মা সেতু এলাকার জাজিরা প্রান্তের রেলের অফিসে বসে এই অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর সড়ক পথে যান চলাচলে রেলপথের কংক্রিটিং কাজের কোনো সমস্যা হবে না। সেতুতে ভাইব্রেশনের মাত্রা পয়েন্ট ১৩। যা একেবারেই কম। রেলের কাজ করার সময়
গাড়ির গতি কিছুটা কমানো লাগলেও লাগতে পারে। তবে না লাগার সম্ভাবনা বেশি। ওপরে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং নিচে রেলের কংক্রিটিংয়ের কাজ চলবে। পাশাপাশি সেতুর অবশিষ্ট কাজগুলোও চলবে।

ব.ম শামীম/আরএআর