ধামরাইয়ে ৬ ইটভাটায় জরিমানা
ধামরাইয়ে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে পরিবেশ বিপর্যয়ের অভিযোগে ৬ ইটভাটায় ৩৬ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি ইটভাটা আংশিক ভেঙে দেয়া হয়।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকার ডাউটিয়ায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ধামরাইয়ের ওই এলাকায় অবৈধভাবে পরিবেশ অধিদফতরের ছাড়পত্রছাড়া ইটভাটা চালু করে ব্যবসা পরিচালনা করে আসছিল অসাধু ব্যবসায়ীরা।
বৈধ কোনো কাগজপত্র না থাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে মেসার্স বাংলা ব্রিকস, কাজলি ব্রিকস, ইউভিসি ব্রিকস, সুপার ব্রিকস, নির্বান ব্রিকস ও এমভিসি ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ইটভাটা চালু করার আগে কাঁচামাল হিসেবে যে মাটি ব্যবহার করা হয় তার জন্য জেলা প্রশাসকের ছাড়পত্র প্রয়োজন হয়। এ ধরনের ছাড়পত্রও তাদের ছিল না। এ ছাড়া প্রত্যেক ইটভাটার ১ কিলোমিটারের মধ্যে স্কুল থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব, পরিদর্শক জেসমিন আক্তারসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এমএসআর