জলিলকে বগুড়ায় নিয়ে লাল কাপড়ে মোড়ানো একটি পিতলের মূর্তি ধরিয়ে দেয় ‘জিনের বাদশা’

গভীর রাতে মোবাইলে কল দিয়ে বলা হয়, আমি আজমির শরিফ থেকে বলছি বাবা। তুই ভাগ্যবান। কয়েক দিনের মধ্যে কোটিপতি হয়ে যাবি। বাবার দরবারে তোকে কিছু জায়নামাজ কিনে দিতে হবে। পরদিন গভীর রাতে আবার কল ‍দিয়ে বলা হয়, দরবারের কিছু ল্যাংড়া ছেলেকে খাওয়াতে হবে। কিছু টাকা পাঠিয়ে দে বাবা। বিনিময়ে অনেক কিছু পাবি।

এভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের আমতলা পাড়ার ভ্যানচালক আব্দুল জলিলকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখায় ‘জিনের বাদশা’। কোটিপতি হওয়ার লোভে বিভিন্ন সময় বিকাশে ‘জিনের বাদশার’ জন্য জলিল পাঠিয়ে দেন দেড় লাখ টাকা।

এরপর জলিলকে বগুড়ায় নিয়ে লাল কাপড়ে মোড়ানো একটি পিতলের মূর্তি ধরিয়ে দেয় ‘জিনের বাদশা’। স্বপ্ন ভাঙলে দেড় লাখ টাকার চিন্তায় দিশেহারা হয়ে পড়েন দরিদ্র এই ভ্যানচালক।

ভ্যানচালক আব্দুল জলিল বলেন, ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় দরবারে জায়নামাজ, ল্যাংড়া ছেলেদের খাওয়ানো, দরবার শরিফ নির্মাণ করে দিলে কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন দেখায় ‘জিনের বাদশা’। তার কথা সরল মনে বিশ্বাস করি আমি। 

কোটিপতি হওয়ার লোভে ধারদেনা, স্ত্রীর গহনা বিক্রি করে এলাকার করিমের বিকাশের দোকান ও দর্শনা বাসস্ট্যান্ডের মডার্ন স্টোরের জাফরের বিকাশের দোকান থেকে কয়েক দফায় ‘জিনের বাদশা’ মরজেমের বিকাশ নম্বরে এক লাখ ৪৫ হাজার টাকা পাঠাই।

আব্দুল জলিল বলেন, শনিবার রাত ১০টার দিকে বগুড়ার এক জায়গায় নিয়ে আমার হাতে লাল কাপড়ে মোড়ানো একটি পিতলের মূর্তি তুলে দেয়। বিষয়টি সাতদিনের মধ্যে কাউকে না জানানোর জন্য বলা হয়। সাতদিনে ঘরে সাত হাঁড়ি মূল্যবান মোহর পাবে বলা হয়। যার একটি মোহরের মূল্য হবে ২৫ লাখ টাকা। সে হিসেবে দ্রুত কোটিপতি হয়ে যাওয়ার কথা। 

তিনি বলেন, সাতদিনে ঘরে মোহরের হাঁড়ি না পেয়ে চিন্তায় পড়ে যাই। মঙ্গলবার সকালে ‘জিনের বাদশার’ মোবাইল নম্বরে কল দিলে আরও ৫০ হাজার টাকা বিকাশ করতে কথা বলে। না দিলে ঘরে সাপ উঠবে এবং চরম অমঙ্গল হবে বলে ভয় দেখায়। তখন বুঝতে পারলাম ‘জিনের বাদশা’ সেজে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। ১৫ দিন ধরে ‘জিনের বাদশা’ পরিচয়ে দেড় টাকা নিয়ে গেছে। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ভ্যানচালক জলিল দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। তবে এটি প্রতারণা ছাড়া কিছুই নয়।

আফজালুল হক/এএম