পুকুরে ভেসে ছিল যমজ শিশুর নিথর দেহ
বাড়ির পাশে পুকুরে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের সদর উপজেলার কমলপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম জুনায়েদ ও জুবায়ের। তাদের বয়স (৪) বছর।
জানা গেছে, শিশু দুটি সদর উপজেলার কমলপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাজেদুর রহমান জুয়েল পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বুধবার বিকালে বাড়ির সামনে পুকুর পাড়ে জুনায়েদ ও জুবায়ের খেলা করছিল। সন্ধ্যায় ওই শিশু দুটির মা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে তাদের খুঁজে না পাওয়ার বিষয়টি বাড়ির লোকজনসহ গ্রামের সবাই জানতে পারেন।
তিনি আরও বলেন, পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে যমজ শিশুর নিথর দেহ দেখতে পাই আমরা। খেলার কোনো এক সময় দুই ভাই পুকুরের পানিতে পড়ে যায়। এতেই তাদের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মাহাবুর রহমান/এমএসআর