ফাইল ছবি

যশোরে হোটেলের খাবার টেবিল থেকে ডেকে নিয়ে বিশে ওরফে বিষে (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। (২১ ডিসেম্বর) সোমবার বিকেল ৪টার দিকে শহরের আরবপুর এলাকার আসলামের হোটেলে এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৪ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিশে ওরফে বিষে শহরের আরবপুর এলাকায় মালেক ওরফে খালেকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে যশোর শহরের আরবপুর মোড়ে আসলামের হোটেলে ভাত খাচ্ছিলেন বিশে (৩৫)।

এ সময় বালিয়া ভেকুটিয়া কলোনি এলাকার দেলোয়ারের ছেলে সাগর (৩০) ও তার কয়েকজন সহযোগী বিশেকে ডেকে নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা  সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

এমএসআর