চুরি করা মোটরসাইকেলের ইঞ্জিন-চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি
কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ চোরাই মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার
কুষ্টিয়া সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ চোরাই মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। রোববার (২০ ডিসেম্বর) বিকেল থেকে সোমবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশেষ এ অভিযান চালায় পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মোল্লা তেঘরিয়া ক্যানালপাড়া এলাকার রওশন আলীর ছেলে মিলন আলী, কুমারখালী উপজেলার সাঁওতাল তোরপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান (২৩), কুষ্টিয়া সদর উপজেলার হররা কামারপাড়া এলাকার জয়নাল শেখের ছেলে সজীব শেখ (২৫) এবং সদর উপজেলার চৌড়হাস ক্যানালপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে নুর ইসলাম (২৬)।
দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চোর চক্র বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির পর বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতরা মোটরসাইকেলের ইঞ্জিন, চেসিস নম্বর পরিবর্তন করে বিআরটিএর ভুয়া কাগজপত্র বানিয়ে সাধারণের কাছে বিক্রি করে আসছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ১৮ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় একটি মোটরসাইকেল চুরির মামলা হয়। মামলা তদন্ত করে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দবির মোল্লা গেট থেকে রাত দেড়টার দিকে মামলার আসামি মিলন আলী নামে একজনকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে পুলিশ।
আসামি মিলনের দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর আসামি মেহেদী হাসানকে রাতেই কুমারখালী উপজেলার বাধবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসানের কাছ থেকে চোরাই মোটরসাইকেলের ক্যারিয়ার, লুকিং গ্লাস এবং সাইড কভার উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, পরবর্তীতে তাদের নিয়ে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই আসামি সজিব শেখ ও নুর ইসলামকে গ্রেফতার করা হয়। সজিবকে রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতাল মোড় এবং চোরাই মোটরসাইকেল বিক্রিতে সহায়তাকারী নুর ইসলামকে গ্রেফতার করা হয়। সজীব ও মিলনের দেওয়া তথ্যমতে পলাতক রিপনের বাড়ি থেকে ১৪ চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪ চোরাই মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এএম