প্রতীকী ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন মোগড়খাল এলাকায় ভগ্নিপতির কাছে বেড়াতে এসে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) সকালে মোগড়খাল এলাকার একটি কারখানার বাউন্ডারি ওয়ালের পেছনে জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রানা (১৬) বগুড়া জেলার সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর গ্রামের আবুল কাসেম প্রামাণিকের ছেলে। সে তার গ্রামের বাড়িতে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বড় ভাই জনি বলেন, গাজীপুর মহানগরীর বাসন থানার মোগড়খাল এলাকায় বাসাভাড়া থেকে তিনি একটি সেলুনে এবং তার ভগ্নিপতি সোহান আলী কারখানায় কাজ করেন। রানা একমাস পূর্বে তার ভগ্নিপতি সোহান আলীর ভাড়াবাড়িতে বেড়াতে আসে।

গাজীপুরে ভগ্নিপতির বাসায় থাকলেও রানা দিনে তার ভাই জনির কাছেই থাকতো। রোববার (২০ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রানা তার ভগ্নিপতির বাসায় যাওয়ার উদ্দেশ্যে দোকান থেকে রওয়ানা দেয়। এরপর থেকে সে আর বাসায় ফিরেনি।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে তার লাশ ওই এলাকার অ্যাপারেলস প্লাস ইকো লি. নামক কারখানার পেছনে নির্জন স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় রশি বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এমএসআর