উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক শামীম মিয়া

নরসিংদীতে ইয়াবা ও ফেনসিডিলসহ শামীম মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে নরসিংদী মডেল থানার হুগলীয়া এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

আটক শামীম নরসিংদীর শিবপুরের কাজিরচর এলাকার তারা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার মিডিয়া সমন্বয়ক রুপন কুমার।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এসআই জাকারিয়া আলম ও এএসআই রেজাউলের নেতৃত্বে নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। পরে সেখান থেকে শামীম মিয়াকে ১৭ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করে তারা।  

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার বলেন, তার কাছ থেকে প্রায় ত্রিশ হাজার টাকার উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একজন। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। 

এসপি