গুনে দেয়ার কথা বলে প্রবাসীর স্ত্রীর টাকা নিয়ে উধাও
প্রতারণার শিকার হালিমা বেগম
নরসিংদীর মাধবদীতে প্রবাসী স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন হালিমা বেগম (৪০) নামে এক নারী। ব্যাংক থেকে ৫১ হাজার টাকা উত্তোলনের পর তা গুনে দেয়ার কথা বলে টাকা নিয়ে ওধাও হয়ে গেছেন এক ব্যক্তি। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে মাধবদীর সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। অন্যদিকে ব্যাংকটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় ওই ব্যক্তিকে চিহ্নিত করতে পারছে না পুলিশ।
প্রতারণার শিকার হালিমা বেগম মাধবদীর খিদিরকান্দি গ্রামের কুয়েতপ্রবাসী পরশ আলীর (৪৭) স্ত্রী।
বিজ্ঞাপন
ভুক্তভোগী হালিমা বেগম বলেন, করোনার কারণে দীর্ঘদিন আমার স্বামীর কাজ বন্ধ ছিল। সম্প্রতি কাজ শুরুর পর এই প্রথম তিনি দেশে টাকা পাঠান। সোমবার দুপুরে ওই টাকা তোলার জন্য সোনালী ব্যাংকের মাধবদী শাখার ক্যাশ কাউন্টারে ৫১ হাজার টাকার চেক জমা দিলে ক্যাশিয়ার টাকা বুঝিয়ে দেন। টাকা হাতে পাওয়ার পর তা গুনে দিতে এগিয়ে আসেন পাশে থাকা এক ব্যক্তি। তিনি এগিয়ে এসে বলেন- আপনি এত টাকা গুনতে পারবেন? দেন, গুনে দিই।
এ সময় আমি তার হাতে টাকা দিয়ে ভ্যানিটি ব্যাগ গুছাতে থাকলে ওই ব্যক্তিকে আর খুঁজে পাইনি। তার বয়স ৫০ এর কাছাকাছি। তার গায়ের রঙ কালো এবং ঘটনার সময় তার মাথায় টুপি ছিল বলে জানান ভুক্তভোগী ওই নারী।
বিজ্ঞাপন
এদিকে ঘটনার পর ভুক্তভোগী হালিমা বেগম মধাবদী থানায় যোগাযোগ করলে পুলিশ সোনালী ব্যাংকের ওই শাখায় এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবদী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল আহমেদ জানান, হালিমা বেগম নামে এক নারীর মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা সোনালী ব্যাংকের ওই শাখায় যাই। ঘটনা পর্যবেক্ষণ শেষে জানতে পারি ও শাখায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। যার ফলে পালিয়ে যাওয়া ব্যক্তিকে আমরা চিহ্নিত করতে পারছি না। এ ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।
সোনালী ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক নূরে আলম বলেন, সোমবার দুপুরে ওই নারী আমাদের শাখা থেকে টাকা উত্তোলনের পর এক ব্যক্তিকে নিজ থেকেই টাকাগুলো গুনে দেয়ার অনুরোধ করেন। ওই ব্যক্তি কৌশলে টাকাগুলো নিয়ে পালিয়ে যান। আমাদেরকে বললে আমরাও গুনে দিতে পারতাম। ভুক্তভোগী নারীর বোকামির কারণে ঘটনাটি ঘটেছে।
ব্যাংকটিতে সিসিটিভি ক্যামেরা না থাকা প্রসঙ্গে তিনি বলেন, সোনালী ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। আমরা চাইলেই ব্যক্তিগতভাবে সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করতে পারি না। আমরা সিসিটিভি ক্যামেরার জন্য সদর দফতর বরাবর আবেদন করেছি।
আরএআর