আওলাদ হোসেন লিটন

চাঁদপুরে মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২০ হাজার ৬৯৪ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এনামুল হক বাদল পেয়েছেন ৯৭৯ ভোট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৮ হাজার ৩৩৯ ভোটারের মধ্যে ২২ হাজার ৬২৭ জন ভোট প্রয়োগ করেন। এরমধ্যে ২৫টি ভোট বাতিল হয়েছে।

এছাড়াও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন কবির ১৯৭ ভোট পেয়েছেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী সফিকুল ইসলাম ভোট পেয়েছেন ৭৫৭টি।

রোববার রাত ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিতদের ফলাফলসহ নাম ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা তোফায়েল আহমেদ।

এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মরিয়ম ইসলাম ৪ হাজার ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জোহরা খাতুন ৩ হাজার ৯৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মাইরিন সুলতানা ৩ হাজার ৪৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আবুল বাশার পারভেজ ২ হাজার ৯২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২ নম্বর ওয়ার্ডে লিয়াকত আলী সরকার ১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩ নম্বর ওয়ার্ডে সারওয়ার হোসেন ১ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান আনু ১ হাজার ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৫ নম্বর ওয়ার্ডে ওয়াজ উদ্দিন ১ হাজার ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম ১ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডে পিন্টু চন্দ্র সাহা ১ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৮ নম্বর ওয়ার্ডে মামুন চৌধুরী ১ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল হাই বকাউল ১ হাজার ৩১১ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় নির্বাচন হয়। রোববার (২৮ ফেব্রুয়ারি) পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো।

চতুর্থ ধাপের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৪৮ জন, স্বতন্ত্র চার ও একজন বিএনপির প্রার্থী বিজয়ী হন। তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চার, জাতীয় পার্টির একজন, জাসদের এক ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। প্রথম ধাপে আওয়ামী লীগের ১৮ জন, বিএনপির দুই এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

শরীফুল ইসলাম/এমএসআর