লৌহজংয়ে নৌ-পুলিশের অভিযানে ১০ মণ পাঁচ কেজি জাটকা ইলিশ জব্দ/ছবি ঢাকা পোস্ট

মুন্সিগঞ্জের লৌহজংয়ে নৌ-পুলিশের অভিযানে ১০ মণ পাঁচ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসব ইলিশ চাঁদপুর থেকে ঢাকায় বিক্রি করতে নেওয়া হচ্ছিল। 

জব্দ করা মাছগুলো বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সকালে মাওয়ার শিমুলিয়া ঘাট এলাকায় একটি ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলোর বাজার মূল্য এক লাখ ২১ হাজার টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ।

শিমুলিয়া ঘাট এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এসব জাটকা বিতরণ করা হয়

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, চাঁদপুরের সুরেশ্বর থেকে ঢাকায় বিক্রির জন্য জাটকা ইলিশ শিমুলিয়া ঘাটে আনা হয়েছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ট্রলার থেকে ৪০৫ কেজি জাটকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতির টের পেয়ে জাটকা বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা মাছগুলো স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

ব.ম শামীম/এএম