গাইবান্ধায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে পুলিশি হামলার অভিযোগ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। রোববার (১৩ নভেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকায় ট্রাক, ট্যাঙ্ক লড়ি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সুজন মিয়ার ভাগিনা রুমনের বিয়ের অনুষ্ঠান চলছিল।

এ সময় জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সাহিদুর রহমান ও শহিদুজ্জামানসহ গাইবান্ধা সদর থানা পুলিশের এসআই জুবায়ের ও কয়েকজন কনস্টেবল ওই বাড়িতে প্রবেশ করে। পরে তারা সাউন্ডবক্স ও তারগুলো টানাটানি শুরু করে। এতে বাধা দিলে পুলিশ উপস্থিত নারী-পুরুষদের মারধর করে চেয়ার টেবিল ভাঙচুর করে সাউন্ড বক্সের সরঞ্জামাদি পিক-আপ ভ্যানযোগে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনার তীব্র প্রতিবাদসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনলাম। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রিপন আকন্দ/এমএএস