সাভারে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ৭
তরিকুল সিকিউরিটি সার্ভিস লিমিটেডে র্যাবের অভিযান
সাভারে চাকরি দেয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সাতজনকে আটক করেছে র্যাব। বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিপিসি-২ র্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিকেলে সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ মোড়ের বিল্লালের মালিকানাধীন সাইফুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন- সেলিম হোসেন (২৯), সোহেল রানা (২৪), আজিজুল ইসলাম (২২), সোহান (১৮), জাহাঙ্গীর হোসেন (২১), ফারজানা আক্তার সিমু (১৮) ও তাসলিমা আক্তার (২০)। তারা সবাই প্রতারণার সঙ্গে জড়িত।
র্যাব জানায়, তরিকুল সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি প্রতারক চক্রের খোঁজ পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় প্রতারক চক্রের সাত সদস্যকে আটক ও ১২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় তরিকুল সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, অব্যাহতি ফরম পাঁচটি, তরিকুল সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ছোট ব্যানার ৩০টি, টিন সার্টিফিকেট একটি, চাকরিতে যোগদানপত্র তিনটি, ক্লায়েন্ট লিস্ট একটি, ১৯৯৪ সালের কোম্পানি অ্যাক্ট বই একটি, সার্টিফিকেট অব ইন কর্পোরেশন, স্ক্যানার একটি, সিপিইউ একটি, মনিটর দুটি, ল্যাপটপ একটি, রেজিস্ট্রার খাতা দুটি, আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত ২৫টি ও ১১টি মোবাইল ফোন।
বিজ্ঞাপন
সিপিসি-২ র্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরণের অভিযান চলবে।
আরএআর