মৌলভীবাজারে পুলিশের গায়ে গোপন ক্যামেরা স্থাপন করেছে প্রশাসন

ট্রাফিক পুলিশ সদস্যদের গায়ে গোপন ক্যামেরা স্থাপন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার ফারুক আহমেদ।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরে চৌমোহনা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ওসি ইয়াছিনুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, প্রাথমিক পর্যায়ে মৌলভীবাজার সদরের ট্রাফিক পুলিশকে ১০টি বডি ওয়ার্ন ক্যামেরা এবং ৫টি ক্যামেরা সম্বলিত চশমা দেয়া হয়েছে। পরবর্তীতে জেলার অন্য উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে। এতে সড়কে নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি কমবে। 

এসপি