রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত সিপিপি কর্মী ৮ ঘণ্টা পর উদ্ধার
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে অপহৃত মোহাম্মদ হোসেন (৩৬) নামে এক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবককে উদ্ধার করেছেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বুধবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের গহীন অরণ্য থেকে তাকে উদ্ধার করা হয়।
মোহাম্মদ হোসেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সিপিপি স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে সিপিপি কর্মী মোহাম্মদ হোসেনকে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দিতে সন্ত্রাসীরা স্বজনদের কাছে মোবাইল ফোনে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে। খবরটি পাওয়ার পর থেকে এপিবিএনের সদস্যরা তাকে উদ্ধারে শিবিরের বিভিন্ন পাহাড়ে অভিযান চালাতে থাকে। একপর্যায়ে অভিযানের মুখে তাকে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
আরএআর
বিজ্ঞাপন