পিকআপ ভ্যান চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে মোটর সাইকেলেযোগে কর্মস্থলে যাওয়ার সময় পিকআপ ভ্যান চাপায় আবির হোসেন (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির ধামরাইয়ের ঢালীপাড়া এলাকার বাসিন্দা। তার বিপি নম্বর ৯২৭। তিনি মানিকগঞ্জ সদর থানায় দায়িত্বরত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল মানিকগঞ্জ সদর থানায় যাচ্ছিলেন আবির। ধামরাইয়ের বাথুলী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় পরিবহন কিংবা চালককে আটক করা সম্ভব হয় নি।
গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এসপি