বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক শেষে মরদেহ হস্তান্তর করা হয়

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আব্দুল মুমিন বাপ্পার (৩০) মরদেহ দুইদিন পর দেশে ফিরেছে। সোমবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক শেষে তার মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবির ফুলতলা ক্যাম্পের কমান্ডার দেলোয়ার হোসেন, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এবং বিএসএফের ইয়াকুবনগর কোম্পানি কমান্ডার সুরেন্দ্র কুমার, কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার এ পতাকা বৈঠকে অংশগ্রহণ করেন। নিহত বাপ্পার বাবা আব্দুর রউফ মরদেহ গ্রহণ করেন।

এর আগে নিহত বাপ্পার মরদেহ দেশে আনার দাবিতে দুপুর ১টা থেকে বিজিবি ক্যাম্প এলাকায় বিক্ষোভ করেন এলাকাবাসী।  এলাকাবাসীর পাশাপাশি ১৫ দিনের সন্তানকে নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন নিহত বাপ্পার স্ত্রীও।

উল্লেখ্য, গত শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন পূর্ব বটুলী গ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল মুমিন বাপ্পা। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

আরএআর