লাইট বন্ধ করে হামলা, কাউন্সিলর প্রার্থীসহ আহত ১০
লাইট বন্ধ করে হামলা করেন মো. জাকির হোসেনের কর্মী সমর্থকরা
পৌর নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে দুই কাউন্সিলর প্রার্থী ও তার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এর আগে শুক্রবার রাতে (২৬ ডিসেম্বর) ধামরাই পৌর এলাকার কালিগা এলাকায় ভোট চাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত কাউন্সিলর প্রার্থী আমিনুল হাসান গার্নেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিস্তারিত পরিচয় জানা যায় নি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
কর্মী সমর্থকরা জানায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব মো. জাকির হোসেন (লায়েক আলী) ল্যাম্পপোস্টে ও আমিনুল হাসান গার্নেল উটপাখি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার রাতে আমিনুল হাসান গার্নেল নির্বাচনী প্রচারণা ও ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যান। এ সময় লায়েক আলীর কর্মী সমর্থকরা লাইট বন্ধ করে তার ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হন।
বিজ্ঞাপন
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, নির্বাচনী প্রচারণাকালে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর পৌর নির্বাচন ঘিরে টাকার বিনিময়ে ভোট কেনার জন্য আলহাজ্ব জাকির হোসেন ওরফে লায়েক আলীর এক কর্মীকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইসলাম।
এসপি