কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে যাত্রীবাহী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত হওয়া চাকা পুনঃস্থাপন ও মেরামত করে চলাচলের উপযোগী করে রেলওয়ে কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করে পাকশী রেল বিভাগের বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল ঢাকা পোস্টকে বলেন, এখন থেকে রুটিন অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশন এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে এসে গোপালগঞ্জ যাচ্ছিল। ইঞ্জিন বদলে বিপরীত লাইনে যাওয়ার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়।

এদিকে চাকা লাইনচ্যুতির এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন নিজেই।

রাজু আহমেদ/আরএইচ