র‌্যালিতে ছাত্রলীগের হাজারো নেতাকর্মী অংশ নেন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। বুধবার (২৪ মার্চ) বিকেলে নগরীর খানপুর মোড় থেকে বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালিতে ছাত্রলীগের হাজারো নেতাকর্মী অংশ নেন। র‌্যালির আগে এক পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফের, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত শরীফ বিন্দু, আহমেদ কাউসার প্রমুখ।
 
বক্তারা বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সাংগঠনিক নেত্রী। বাংলাদেশের সকল স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রলীগের অবদান অবিস্মরণীয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমারা শপথ নিতে চাই। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের পাশাপাশি মৌলবাদ আর আগুন সন্ত্রাসহীন বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম আছি এবং থাকবো। 

রাজু আহমেদ/আরএআর